বরিশালে মাছের রেণু ও লার্ভা আটক

অবশ্যই পরুন

বরিশালে মাছের রেণু ও লার্ভা আটকের পর নদীতে অবমুক্তবরিশালে মাছের রেণু ও লার্ভা আটকের পর নদীতে অবমুক্ত
বরিশালে চার ড্রাম দেশীয় বিভিন্ন মাছের রেণু-পোনা ও লার্ভাসহ একটি পিক আপ আটক করা হয়েছে।

শনিবার (৯ মে) সকালে বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া ইউনিয়নের ডিঙার হাট নামক স্থানে রেণু পোনা বহনকারী পিক আপ আটক করা হয়। আটককালে পিক আপ ড্রাইভার পালিয়ে যায়।

পড়ে আটককৃত মাছের রেণু ও লার্ভাগুলো বাকেরগঞ্জের তুলাতুলি নদীতে অবমুক্ত করা হয়।

রেণু আটক ও অবমুক্তির বিষয়টি নিশ্চিত করেন বাকেনগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যজিস্ট্রেট মোঃ তরিকুল ইসলাম।

তিনি জানান, আটকের পর স্থানীয়রা উপজেলা নিবার্হী কর্মকর্তাকে খবর দিলে তাঁর নির্দেশে ঘটনাস্থলে গিয়ে মাছের রেণু ও লার্ভাগুলো জব্দ করি।

পড়ে উপজেলা মৎস্য কর্মকর্তা রাকিব হাসানসহ স্থানীয়দের নিয়ে ৪ ড্রামের কয়েক লাখ রেণু-পোনা ও লার্ভা গুলো স্থানীয় তুলাতুলি নদীতে অবমুক্ত করা হয়।

সম্পর্কিত সংবাদ

সর্বশেষ সংবাদ

বাংলাদেশ হবে আগামীতে ইসলামপন্থিদের দেশ: শায়খে চরমোনাই

বরিশাল প্রতিনিধি : ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশের বরিশাল জেলা সম্মেলনে ইসলামি আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমির, শায়খে চরমোনাই মুফতী...