বরিশালে মামুন হত্যা মামলার আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব

অবশ্যই পরুন

আজ (১৩ জুন) রাত ২টায় সময় বরিশালের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে ঝালকাঠি কলেজ মোড় এলাকা থেকে ব্যবসায়ী মামুন মাতুব্বরকে কুপিয়ে হত্যা মামলার আসামী জিসান(২৫)কে গ্রেফতার করে।

ঘটনার সূত্রে জানা যায় যে, নিহত মামুন এক জন গাছ ব্যবসায়ী। আসামী রাব্বী এবং জিসান চাঁদা দাবি করলে মামুন মাতুব্বর চাঁদার টাকা দিতে অস্বীকার করে। গত ১২ জুন রাতে রাব্বী এবং জিসান পথরোধ করে মামুন মাতুব্বরকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।

পরবর্তীতে স্থানীয় লোকজন আহত মামুন মাতুব্বরকে উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। আসামী রাব্বী ও জিসান এলাকায় মাদক ব্যবসা করতো এবং বিভিন্ন সময় তারা সাধারণ মানুষের নিকট থেকে চাঁদা আদায় করে আসছিলো। উক্ত ঘটনার পর বরিশাল মহানগরীর কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়।

গ্রেফতারকৃত আসামী জিসান(২৫ রুপাতলী ভাষানি সড়ক,বাসিন্দা এবং প্রথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। র‌্যাব-৮, বরিশাল এর পক্ষ থেকে ধৃত আসামীকে বরিশাল মহানগরীর কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব জানায় ভবিষ্যতে র‌্যাব এর এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

সম্পর্কিত সংবাদ

সর্বশেষ সংবাদ

ঝালকাঠিতে অবৈধ ইট ভাটা ধ্বংস, লাখ টাকা জরিমানা

ঝালকাঠির রাজাপুরের গালুয়া ইউনিয়নের কানুদাশকাঠি গ্রামে অবৈধ সেভেন স্টার ব্রিক ফিল্ড ধ্বংস করে বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ...