ঝালকাঠি জেলার কাঁঠালিয়া থানা এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে ঝালকাঠি জেলার কাঁঠালিয়া থানাধীন উত্তর কচুয়া সাকিনস্থ কাঁঠালবাড়ী ব্রীজের উত্তর পাশে মাদক জাতীয় দ্রব্য ক্রয়-বিক্রয় করছে।
প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র্যাবের আভিযানিক দলটি ২৯ মে কৌশলগতভাবে ঘটনাস্থলের র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে র্যাব সদস্যরা ঘেরাও পূর্বক ০১ জন ব্যক্তিকে আটক করে।
আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে তার নাম (১) মোঃ জিয়াউর রহমান(২৭), পিতা- মোঃ তৈয়বুর রহমান, সাং- উত্তর কচুয়া, থানা- কাঁঠালিয়া, জেলা- ঝালকাঠির বলে জানায়। পরবর্তীতে স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে ধৃত আসামী মোঃ জিয়াউর রহমান এর নিকট থেকে ৪৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। র্যাব-৮, বরিশাল সিপিএসসি’র ডিএডি মোঃ জিল্লুর রহমান বাদী হয়ে ঝালকাঠি জেলার কাঁঠালিয়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।