বরিশালে সংবাদ পত্র হকারদের মাঝে ওয়াকার্স পার্টির নগদ অর্থ সহায়তা প্রদান

অবশ্যই পরুন

বরিশাল সংবাদ-পত্র হকার্স ইউনিয়নের সদস্যদের নগদ অর্থ ও মাক্স দিয়ে সহায়তার হাত বাড়িয়ে পাসে এসে দাঁড়িয়েছে ১৪ দলীয় শরিক দল বাংলাদেশের ওয়াকার্স পার্টি বরিশাল মহানগর ও জেলা কমিটি।

আশ শুক্রবার (১৫ইমে) বেলা ১২ টায় নগরীর ফকিরবাড়ি রোডস্থ দলীয় কার্যলয়ের সামনে বসে হকার্স ইউনিয়নের সদস্যদের হাতে নগদ অর্থের খাম তুলে দেওয়া হয়।

 

এসময় উপস্থিত ছিলেন ওয়াকার্স পার্টি বরিশাল জেলা কমিটির সভাপতি অধ্যাপক নজরুল হক নিলু, মহানগর সদস্য জাফর হোসেন,নজরুল ইসলাম,শাহরুখ তমাল,মিন্টু ও রতন চক্রবর্তী প্রমুখ।

উল্লেখ্য ইতি পূর্বে করোনা কালে চিন থেকে প্রাপ্ত চিকিৎসকদের জন্য পিপিই,সার্জিক্যাল এন (৯৫) মাক্স সহ সু-রক্ষা সরঞ্জাম বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ বকির হোসেন সহ চিকিৎসকদের প্রদান করা হয়।

 

অন্যদিকে নগরীর বিভিন্নস্থানে পথচারী সাধারন মানুষের মাঝে মাক্স বিতরন ও জন সাধারনদের সচেতনতামূলক প্রচার-পত্র বিলি করেন করেন ওয়াকার্স পার্টি বরিশাল জেলা ও মহানগর কমিটি।

সম্পর্কিত সংবাদ

সর্বশেষ সংবাদ

কলাপাড়ায় পৈত্রিক সম্পত্তিসহ বাড়ি—ঘর জবর দখল থেকে রক্ষার প্রতিবন্ধী যুবকের সম্মেলন

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় পৈত্রিক সম্পত্তিসহ বাড়ি—ঘর জবর দখল থেকে রক্ষায় সংবাদ সম্মেলন করেছেন প্রতিবন্ধ যুবক নুর আলম। সোমবার...