বরিশালে সঞ্চয়পত্রের অধিদপ্তরের সার্ভার জটিলতায় আসল অর্থ তুলতে পারছেন

অবশ্যই পরুন

জাতীয় সঞ্চয় অধিদপ্তরের সার্ভার জটিলতায় গত সপ্তাহ ধীককাল ধরে বরিশালের লক্ষাধিক গ্রাহক তাদের বিনিয়োগকৃত অর্থের মুনফা সহ মেয়াদ পূর্তির পরে আসল টাকাও তুলতে পারেন নি। বুধবার দুপুরের দিকে সার্ভার ত্রটিমূক্ত হবার খবর কোন কোন ব্যাংক কর্তৃপক্ষ জানিয়ে গত কয়েক দিনে জমে যাওয়া মুনফার অর্থ গ্রাহকের ব্যাংক হিসেবে স্থানান্তরে রান করান শুরু হয়েছে।

তবে তা গ্রাহকের হিসেবে জমা হতে বৃহস্পতিবার দুপুর থেকে রোববার পর্যন্ত লেগে যেতে পাওে বলে জানা গেছে। এমনকি সারা দেশের সাথে এ অঞ্চলে সব ধরনের সঞ্চয়পত্রের কেনা বেচাও বন্ধ ছিল গত বুধবার থেকে। সময়মত মুনফার অর্থ হতে না পেয়ে অনেক পরিবারে মানবিক বিপর্যয়ও নেমে এসেছে বলে অভিযোগ উঠছে।

এমনকি মাস দেড়েক আগেও একইভাবে প্রায় এক সপ্তাহ সঞ্চয় অধিদপ্তরের সার্ভার জটিলতায় বরিশালে সঞ্চয়পত্রের কয়েক লাখ গ্রাহক মুনফার অর্থ সহ মেয়াদ পূর্তির পরে আসল টাকা হাতে পাননি। জাতীয় সঞ্চয় অধিদপ্তরের আওতায় বিভিন্ন সঞ্চয়পত্রের গ্রাহকদের মুনফার অর্থ ‘ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার-ইএফটি’ পদ্ধতিতে গ্রাহকের ব্যাংক হিসেবে জমা হবার কথা থাকলেও গত বুধবার থেকে সঞ্চয় অধিদপ্তরের সার্ভার জটিলতায় সব ধরনের লেনদেন টানা প্রায় এক সপ্তাহ বন্ধ ছিল।

বিষয়টি নিয়ে সঞ্চয়পত্রের বিপুল সংখ্যক গ্রাহক গত সপ্তাহখানেক ধরে বাংলাদেশ ব্যাংক সহ বিভিন্ন ব্যাংকে এসে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। এব্যাপারে বুধবার জাতীয় সঞ্চয় অধিদপ্তরের বরিশাল বিভাগীয় অফিস সহ সদর দপ্তরে দায়িত্বশীল মহলে আলাপ করলে, সবাই ‘বৃহস্পতিবারের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে’ বলে আশার বাণী শোনান।

সম্পর্কিত সংবাদ

সর্বশেষ সংবাদ

কলাপাড়ায় পৈত্রিক সম্পত্তিসহ বাড়ি—ঘর জবর দখল থেকে রক্ষার প্রতিবন্ধী যুবকের সম্মেলন

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় পৈত্রিক সম্পত্তিসহ বাড়ি—ঘর জবর দখল থেকে রক্ষায় সংবাদ সম্মেলন করেছেন প্রতিবন্ধ যুবক নুর আলম। সোমবার...