বরিশাল নগরীর রুপাতলী এলাকায় ট্যাংকলরির চাপায় মাসুদুর রহমান খান (৫২) নামে এক ফার্মেসি ব্যবসায়ী নিহত হয়েছেন।
শনিবার (১৩ জুন) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন বরিশাল নগরীর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুল ইসলাম।
নিহত মাসুদুর রহমান খান বরিশাল নগরীর রুপাতলি বাস টার্মিনালের খান ফার্মেসির মালিক এবং বাংলাদেশ মুজাহিদ কমিটির বরিশাল বিভাগীয় সদস্য ছিলেন।
ওসি নুরুল ইসলাম জানান, শুক্রবার (১২ জুন) রাতে মোটরসাইকেল চালিয়ে বাসায় ফিরছিলেন মাসুদুর রহমান খান। এ সময় রুপাতলি গোল চত্বর এলাকায় তাকে একটি ট্যাংকলরি চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি।
পরে তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় স্থানীয় ব্যবসায়ীরা। এ সময় সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাসুদুর রহমান খানের মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলেও জানান ওসি।