বরিশালে ১২২২ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ৪৫ লাখ টাকা জরিমানা

অবশ্যই পরুন

করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে গেলো ২ মাসে বরিশাল জেলায় ৩১৫টি ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।

জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, এই পর্যন্ত ৩১৫টি ভ্রাম্যমাণ আদালতে ৫৪২ জন ব্যক্তি ও ৬৮০টি প্রতিষ্ঠানকে ৪৫ লাখ ২১ হাজার ২৫০টি জরিমানা করা হয়। এছাড়া ৫১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ১২টি প্রতিষ্ঠান সিলগালা করে দেওয়া হয়।

জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান জানান, জনগণকে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষায় সদা সচেষ্ট রয়েছে প্রশাসন এবং জনস্বার্থে বরিশাল জেলা প্রশাসন পরিচালিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সম্পর্কিত সংবাদ

সর্বশেষ সংবাদ

জাটকায় সয়লাব বরিশাল মৎস্য অবতরণ কেন্দ্র

স্টাফ রিপোর্টারঃবরিশাল মৎস্য অবতরণ কেন্দ্র পোর্টরোড বাজারে জাটকা ইলিশে সয়লাব। বাজারের মাছ বিক্রেতারা জাটকা ইলিশ হাঁকডাক দিয়েই বিক্রি করছেন।...