বরিশালে ২৪ ঘন্টায় ৮ জন করোনায় আক্রান্ত

অবশ্যই পরুন

আজ ২১ এপ্রিল সর্বশেষ প্রাপ্ত প্রতিবেদন অনুযায়ী বরিশাল জেলায় নতুন করে আরো ০১ জন রোগীসহ আজ মোট ০৮ জন রোগী কোভিড-১৯ পজিটিভ হয়েছেন। এ নিয়ে জেলায় মোট ৩২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

আজ বাবুগঞ্জ,বানারীপাড়া ও হিজলা উপজেলার ০২ জন, উজিরপুর উপজেলার ০১ জন, বরিশাল মহানগরের কাউনিয়া এলাকার ০১ জন সহ মোট ০৮ জন ব্যক্তি করোনা পজিটিভ হয়েছেন।

গত কয়েক দিনে বাবুগঞ্জ উপজেলায় ০৮ জন, গৌরনদী উপজেলায় ০৩ জন, মেহেন্দীগঞ্জ ও সদর উপজেলায় প্রত্যেকটিতে ০২ জন, বাকেরগঞ্জ, হিজলা ও মুলাদী উপজেলার প্রত্যেকটিতে ০১ জন ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ০৩ জন ইন্টার্নি সহ ০৪ জন চিকিৎসক, ০১ জন নার্স ও শের-ই-বাংলা মেডিকেল কলেজের একজন শিক্ষার্থীসহ সহ মোট ২৪ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

আজ ০১ জন চিকিৎসক, ০১ জন নার্স ও ০১ জন পরিবার পরিকল্পনা পরিদর্শক সহ করোনা ভাইরাস প্রাদুর্ভাব শুরুর পর থেকে এ জেলায় স্বাস্থ্য বিভাগে কর্মরত ০৭ জন চিকিৎসক ও ৩ জন নার্স, ০১ জন পরিবার পরিকল্পনা পরিদর্শক সহ মোট ১১ জন করোনা আক্রান্ত হয়েছেন।

মুলাদী উপজেলায় করোনা শনাক্ত হওয়া রোগী কয়েকদিন পূর্বেই মৃত্যুবরণ করেছেন।

উল্লেখ্য, গত ১২ এপ্রিল এ জেলায় প্রথমবারের মতো মেহেন্দীগঞ্জ ও বাকেরগঞ্জ উপজেলায় ০২ জন রোগীর করোনা শনাক্ত হয়।

সম্পর্কিত সংবাদ

সর্বশেষ সংবাদ

জাটকায় সয়লাব বরিশাল মৎস্য অবতরণ কেন্দ্র

স্টাফ রিপোর্টারঃবরিশাল মৎস্য অবতরণ কেন্দ্র পোর্টরোড বাজারে জাটকা ইলিশে সয়লাব। বাজারের মাছ বিক্রেতারা জাটকা ইলিশ হাঁকডাক দিয়েই বিক্রি করছেন।...