বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার কর্মহীন অসহায় ৩ শতাধিক দুঃস্থ ভিডিপি সদস্যদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
আগৈলঝাড়া উপজেলা আসনার ভিডিপি কর্মকর্তা মো. রেজোয়ান হোসেন জানান, করোনা ভাইরাস মোকাবেলায় সারা দেশের মতো আগৈলঝাড়ায়ও কর্মহীন হয়ে পরেন দিন মজুর, ক্ষুদ্র ব্যবসায়ীদের সাথে উপজেলার ভিডিপি সদস্যরাও।
কর্মহীন ওই সকল সদস্যদের জন্য সরকারের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে অসহায় দুঃস্থ ৩শতাধিক ভিডিপি সদস্য, সদস্যাদের ৫কেজি করে চাল, ১কেজি ডাল, ২কেজি আলু, ১লিটার তেল, ১কেজি পিয়াজ, ১টি জীবানু নাশক সাবান ও ১টি সুরক্ষা মাস্ক প্রদান করা হয়েছে।
আজ (১লা) মে শুক্রবার সকালে উপজেলা পরিষদ চত্তরে নিরাপদ দূরত্ব বজায় রেখে খাদ্য সহায়তা প্রদানের সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী রওশন ইসলাম, ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়সহ সরকারের বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তাগন।
উপজেলা চত্তরে আনুষ্ঠানিকভাবে খাদ্য সহায়তা বিতরণের পরে ভিডিপি সদস্যদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সহায়তা পৌছে দেয়া হয়েছে বলেও জানান কর্মকর্তা মো. রেজোয়ান আহমেদ।