বরিশাল কারাগারে হাজতি গৌরনদীর হাবুল বেপারীর মৃত্যু

অবশ্যই পরুন

বরিশাল কেন্দ্রীয় কারাগারের হাজতি রেজাউল করিম বেপারী ওরফে হাবুল আমিন (৪৬) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে। বুধবার রাতে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। রেজাউল করিম গৌরনদী উপজেলার নন্দনপট্টি গ্রামের আব্দুল জব্বার বেপারীর পুত্র এবং গৌরনদী থানার জিআর ২২৪/২০১৯ নম্বর মামলার আসামি ছিলেন।
বৃহস্পতিবার সকালে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে শেবাচিম হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই নাজমুল হোসেন জানান, বুধবার রাতে বরিশাল কেন্দ্রীয় কারাগারে হঠাৎ করে রেজাউলের বুকে ব্যাথা অনুভব হয়। তাৎক্ষনিক তাকে চিকিৎসার জন্য শেবাচিম হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। জরুরী বিভাগের চিকিৎসকেরা জানিয়েছেন, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রেজাউলের মৃত্যু হয়েছে।

সম্পর্কিত সংবাদ

সর্বশেষ সংবাদ

টিম চিহ্নির উদ্যােগে নারী স্বাস্থ্য রক্ষায় সামাজিক সচেতনতা

মো:সৌরব, বেতাগী প্রতিনিধি: বরিশালের রাজ্জাক স্মৃতি কলোনির নারীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে এবং পরিবেশবান্ধব প্যাড উৎপাদনের মাধ্যমে টেকসই উন্নয়নের লক্ষ্যে...