বরিশাল নগর বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিবকে কারণ দর্শানোর নোটিশ

অবশ্যই পরুন

দলের নির্দেশনা উপেক্ষা করে মোটরসাইকেল শোভাযাত্রা করে জনভোগান্তি সৃষ্টির জন্য বরিশাল নগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান (ফারুক) ও সদস্যসচিব জিয়া উদ্দীন সিকদারকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কেন্দ্রীয় বিএনপি।

গতকাল সোমবার দলের জেষ্ঠ্য যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তাঁদের এই নোটিশ দেন। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাঁদের জবাব দিতে বলা হয়েছে। নোটিশে বলা হয়েছে, ‘দলীয় নির্দেশনা অমান্য করে আপনারা বরিশাল বিমানবন্দর থেকে মোটরসাইকেল শোভাযাত্রা করে নগরে প্রবেশ করেছেন।

আপনাদের এমন কর্মকাণ্ড দলীয় শৃঙ্খলার চরম বরখেলাপ। এ জন্য আপনাদের বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা–ও লিখিত আকারে জানাতে আগামী ২৪ ঘণ্টার মধ্যে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।’

বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান নোটিশ পাওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, ‘আমরা চিঠি পেয়েছি, জবাব দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি।’ ত শনিবার দুপুরে উড়োজাহাজযোগে ঢাকা থেকে বরিশাল আসেন নগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ও সদস্যসচিব জিয়া উদ্দীন সিকদার। তাঁদের সঙ্গে দলের আরও দুজন যুগ্ম আহ্বায়ক ছিলেন।

এ সময় বিমানবন্দর থেকে তাঁদের সমর্থক নেতা-কর্মীরা অন্তত ২০০ মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা করে তাঁদের নগরের সদর রোডে দলীয় কার্যালয়ে নিয়ে আসেন। এতে নগরে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে তাঁরা দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করেন।

সেখানে মনিরুজ্জামান খান সমর্থকদের উদ্দেশে বক্তব্য দেন। এ নিয়ে গত রোববার প্রথম আলোর ছাপা সংস্করণে ‘নতুন কমিটি ও পদবঞ্চিত নেতাদের দ্বন্দ্ব প্রকাশ্যে’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।

সম্পর্কিত সংবাদ

সর্বশেষ সংবাদ

কলাপাড়ায় পৈত্রিক সম্পত্তিসহ বাড়ি—ঘর জবর দখল থেকে রক্ষার প্রতিবন্ধী যুবকের সম্মেলন

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় পৈত্রিক সম্পত্তিসহ বাড়ি—ঘর জবর দখল থেকে রক্ষায় সংবাদ সম্মেলন করেছেন প্রতিবন্ধ যুবক নুর আলম। সোমবার...