বরিশাল মেডিকেলের করোনা ইউনিটে নারীর মৃত্যু

অবশ্যই পরুন

বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন মাকসুদা বেগম (৪২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ৩টার দিকে তার মৃত্যু হয়।

মাহমুদা বেগম পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের পাঁচবুনিয়া গ্রামের সাহেব আলীর স্ত্রী।

শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন জানান, ওই নারী অ্যাজমাজনিত নানা সমস্যা ও শ্বাসকষ্ট নিয়ে বুধবার হাসপাতালে এলে তাকে করোনা ইউনিটে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। তার যাবতীয় শারীরিক পরীক্ষার নমুনাও নেওয়া হয়। এমনবস্থায় বৃহস্পতিবার রাত ৩টার দিকে তার মৃত্যু হয়। শুক্রবার সকালে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ধানখালী ইউনিযন চেয়ারম্যান রিয়াজ তালুকদার জানান, ওই নারী দীর্ঘদিন অ্যাজমা রোগে ভুগছিলেন। তার মৃত্যুর খবরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সম্পর্কিত সংবাদ

সর্বশেষ সংবাদ

কলাপাড়ায় ৭ দফা দাবিতে মানববন্ধন

পটুয়াখালীর কলাপাড়ায় ১৩২০ পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের সরকার কর্তৃৃৃক প্রতিশ্রুতি বাস্তবায়ন না করায় ও প্রজেক্টে দুর্নীতির বিরুদ্ধে...