বরিশাল র‌্যাবের অভিযানে গাঁজাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার

অবশ্যই পরুন

বরিশাল র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা অভিযান চালিয়ে সদর উপজেলার কর্ণকাঠি থেকে জনৈক এক যুবককে গাঁজাসমেত গ্রেপ্তার করেছে। স্থানীয় হিরন পয়েন্ট নামক স্থানে রানা খন্দকার (২৫) নামের ওই যুবককে সন্দেহজনক ঘোরাঘুরি করার প্রাক্কালে গ্রেপ্তার করে।

রোববার অপরাহ্নে গ্রেপ্তার যুবক ঝালকাঠির নলছিটি উপজেলার তিমিরকাঠি গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে। র‌্যাব রুপাতলী সদর দপ্তর কার্যালয় রাতে এক ইমেল বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে।

র‌্যাবের সূত্র জানায়- র‌্যাবের একটি টিম রোববার বিকেলে কর্ণকাঠি এলাকায় ডিউটি পালন করছিল। বরিশাল বিশ্ববিদ্যালয়ে সামনে র‌্যাবের গাড়িটি দেখে যুবক নিজেকে লুকানোর চেষ্টা করলে সন্দেহ হয়। এসময় র‌্যাব সদস্যরা ধাওয়া দিয়ে তাকে গ্রেপ্তার করে। এবং সাথে থাকা একটি ব্যাগ থেকে ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করে।

ওই বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, এই ঘটনায় ডিএডি মোঃ আমজাদ হোসেন বাদী হয়ে বরিশাল মহানগরীর বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছেন।

সম্পর্কিত সংবাদ

সর্বশেষ সংবাদ

কলাপাড়ায় তাপ বিদ্যুৎ কেন্দ্রসহ বিভিন্ন মেগা প্রজেক্টে জমিহারা মানুষের সংবাদ সম্মেলন

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় মেগাপ্রকল্পে জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত পরিবারকে ন্যায্য ক্ষতিপূরণ, যথাযথ পুনর্বাসন, বিকল্প কর্মসংস্থান ও কৃষিজমিতে জলাবদ্ধতা নিররসন—প্রতিকারের...