বাকেরগঞ্জে জমি দখল করে পুলিশ সদস্যর ভবন নির্মাণ,বাঁধা দেয়ায় মালিককে পিটিয়ে আহত

অবশ্যই পরুন

নিজস্ব প্রতিবেদক:বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বাংলা বাজার এলাকায় জোরপূর্বক জমি দখল করে এক পুলিশ সদস্য ভবন নির্মাণ শুরু করেছেন।এতে জমির মালিক বাঁধা দেয়ায় দলবল নিয়ে তাকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।

গত (১৯ মার্চ) বুধবার রাতে উপজেলার নেয়ামতি ইউনিয়নের বাংলাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, পটুয়াখালীর মির্জাগঞ্জ থানার উপপরিদর্শক মনিরুজ্জামান মন্টু ক্ষমতার দাপটে ছোট পুইয়াউটা গ্রামের মাছুম সিকদারের বাংলা বাজারের পৈত্তিক সম্পত্তি দখলে নিতে পাঁয়তারা শুরু করে।

গত ১৯ ফেব্রুয়ারি জমি মালিক মাছুম সিকদার পুলিশ সদস্য মনিরুজ্জামান মন্টুর বিরুদ্ধে উপজেলা ভূমি অফিস ও থানায় অভিযোগ জানালে পুলিশ তাদের কাজ বন্ধ রাখতে পরামর্শ দেন।কিন্তু মির্জাগঞ্জ থানার এস আই মনিরুজ্জামান মন্টু গোপনে রাতের আধাঁরে ওই ভবনের নির্মাণ কাজ চালিয়ে যান।বিষয়টি জমি মালিক জানতে পেরে বাকেরগঞ্জ থানার ওসিকে জানালে এএসআই আবুল কালাম আজাদসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়।

এরই মধ্যে এস আই মনিরুজ্জামান মন্টু, স্থানীয় আওয়ামীলীগ নেতা ইয়াসিন মল্লিক,জাকির মল্লিক,হাবিব সিকদার,কালামসহ একটি সংঘবদ্ধ দল লাঠিসোঁটা নিয়ে অতর্কিত হামলা করে।তারা জমি মালিক মাছুম সিকদারকে উপর্যুপরি পিটিয়ে গুরুতর জখম করে।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ বিষয় ভুক্তোভুগি মো: মাছুম সিকদার জানান, বিরোধীয় জমি আমাদের পূর্বপুরুষদের মালিকানাধীন।

সাম্প্রতিক মনিরুজ্জামান মন্টু পুলিশ ওই জমি দখলে নিতে মরিয়া হয়ে উঠেছে। তিনি ক্ষমতার দাপটে আমাদের সাথে জোরজবরদস্তি করে। বিভিন্ন দপ্তরে কয়েকদফা অভিযোগ দায়ের পর কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত থাকলেও তিনি প্রতিদিন রাতে গোপনে নির্মাণ কাজ চালাচ্ছিলেন।

বিষয়টি আমি থানায় জানালে তারা দলবদ্ধ হয়ে আমাকে পিটিয়ে আহত করে। এ ঘটনায় থানায় এজাহার দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি আরও জানান। এ বিষয় অভিযুক্ত ও মির্জাগঞ্জ থানার উপ পরিদর্শক মনিরুজ্জামান মন্টুর সাথে মুঠোফোনে একাধিক বার যোগাযোগের চেষ্টা করা হলেও সম্ভব হয়নি।

বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: সফিকুল ইসলাম জানান, জমিজমা নিয়ে বিরোধে একজনকে মারধরের ঘটনা শুনেছি। এ সংক্রান্ত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সম্পর্কিত সংবাদ

সর্বশেষ সংবাদ

নেছারাবাদে কাচা বাজারের স্টল ঘর উদ্ধোধনে ব্যবসায়িদের কাছ থেকে টাকা নেয়ার অভিযোগ

স্টাফ রিপোর্টারঃ নেছারাবাদে জগন্নাথকাঠি বাজারে নব নির্মিত ষ্টল ঘরের উদ্ধোধনে ইউএনও,এসিল্যান্ড সহ পাঁচশত লোকের আপ্যায়নের জন্য ব্যবসায়িদের বসার ব্যবস্থা...