বরিশালের বানারীপাড়ায় করোনা উপসর্গ নিয়ে প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মেজবা উদ্দিন লিটনের বড় ভাই চাঁদপুর ১৫০ মেগওয়াট কম্বাইন্ড বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ফোরম্যান ও শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন (৫৩) মারা গেছেন।
শুক্রবার সন্ধ্যায় চাঁদপুর থেকে তাকে বানারীপাড়া পৌর শহরের ৯ নং ওয়ার্ডের বাড়িতে নিয়ে আসার পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি অচেতন হয়ে পড়েন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর সেখানে তার মৃত্যু হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে গত কয়েকদিন ধরে তিনি জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। শুক্রবার রাতে তার মৃতদেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে।
শনিবার সকাল ৯টায় জানাজা শেষে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তার দাফনে ইসলামী ফাউন্ডেশনের (ইফা) কর্মীরা অংশ নেন। মৃত্যুকালে তিনি বৃদ্ধা মা, স্ত্রী, ৫ ভাই, দুই বোন ও দুই মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার অকাল মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।