বানারীপাড়ায় ৯ টি গাঁজার গাছ সহ সাবেক ইউপি মেম্বরের ছেলে সোহেল মৃধা আটক

অবশ্যই পরুন

বরিশালের বানারীপাড়ায় চাষ করা গাজার গাছ ও গাজাসহ সোহেল মৃধা (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক আসাদুজ্জামানের নেতৃত্বে পুলিশ উপজেলার চাখার ইউনিয়নের সাকরাল গ্রাম থেকে তাকে আটক করে। জানাগেছে, উপজেলার চাখার ইউনিয়নের সোনাহার গ্রামের সাবেক ইউপি সদস্য হান্নান মৃধার ছেলে সোহেল মৃধা দীর্ঘ দিন ধরে তার বাড়ীর পার্শবর্তী সাকরাল এলাকায় নিজস্ব মাছের ঘের ও হাসের খামারের অন্তরালে মাদক ব্যবসা করে আসছিলো। রোববার রাত ১টার দিকে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক ও তার খামারের অফিস ঘরের পাশে চাষ করা ৯ টি গাজার গাছ ও ৫ পুড়িয়া গাজা উদ্ধার করে। এ ব্যপারে থানার উপ-পরিদর্শক আসাদুজ্জামান বাদী হয়ে থানায় সোহেল মৃধার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেছেন।

সোমবার সকালে তাকে বরিশালে জেল হাজতে পাঠানো হয়েছে।

এ প্রসঙ্গে বানারীপাড়া থানার অফিসার ইনচাজর্ (ওসি )শিশির কুমার পাল জানান, সোহেল মৃধা দীর্ঘ দিন ধরে গাজার ব্যবসা করে আসছিল। সে ইদানিং তার খামারের মধ্যে গাজার চাষ শুরু করেছে এমন খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

সম্পর্কিত সংবাদ

সর্বশেষ সংবাদ

বাকেরগঞ্জে জমি দখল করে পুলিশ সদস্যর ভবন নির্মাণ,বাঁধা দেয়ায় মালিককে পিটিয়ে আহত

নিজস্ব প্রতিবেদক:বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বাংলা বাজার এলাকায় জোরপূর্বক জমি দখল করে এক পুলিশ সদস্য ভবন নির্মাণ শুরু করেছেন।এতে জমির...