বাবুগঞ্জে প্রধানমন্ত্রীর ত্রাণসামগ্রী দিলেন ছাত্রলীগ সভাপতি জয়

অবশ্যই পরুন

উজিরপুরে বাসের ধাক্কায় প্রবাসী নিহত

উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার ঢাকা -বরিশাল মহাসড়কের নতুন শিকারপুরের মুন্সিবাড়ির দরজা নামক স্থানে রাস্তা পারাপারের সময় (...

সাবেক মেয়র সাদিকের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

স্টাফ রিপোর্টারঃ বরিশাল সিটি কর্পোরেশনের সদ্য বিদায়ী মেয়র ও বরিশাল মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর মনোনয়ন পত্র...

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মিগজাউম’, বন্দরে ২ নম্বর সতর্কতা

স্টাফ রিপোর্টারঃ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে ক্রমেই ফুঁসছে ঘূর্ণিঝড় মিগজাউম। সবশেষ ৬ ঘণ্টায় তা পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে...

১২ কেজি এলপিজির দাম আবার বাড়ল

স্টাফ রিপোর্টারঃ দেশে ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম ১২ কেজিতে ২৩ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন...

করোনাভাইরাসের প্রভাবে বাবুগঞ্জ উপজেলায় কর্মহীন হয়ে পড়া অসহায় ও দরিদ্র শ্রমজীবী মানুষের জন্য প্রধানমন্ত্রীর বিশেষ খাদ্য সহায়তা দিয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল-নাহিয়ান খান জয়। শুক্রবার ও বৃহস্পতিবার দিনভর বাবুগঞ্জ উপজেলার মোট ১ হাজার পরিবারের মাঝে ওই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

উপজেলার ৬ ইউনিয়নের ৫৪টি ওয়ার্ডে ভাগ করে এসব খাদ্যসামগ্রীর প্যাকেট দরিদ্র-অসহায় মানুষের হাতে পৌঁছে দেন আওয়ামী লীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতির পক্ষ থেকে বাবুগঞ্জে প্রধানমন্ত্রীর ত্রাণ বিতরণ কার্যক্রম তত্ত্বাবধান এবং সমন্বয় করেন বাবুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইকবাল আহমেদ আজাদ।

বিতরণ করা খাদ্যসামগ্রীর প্রতিটি প্যাকেটের মধ্যে রয়েছে ৫ কেজি চাল, ৩ কেজি আলু এবং ১ কেজি ডাল। খাদ্য সহায়তা প্রদানের আগে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা দিতে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনায় বাবুগঞ্জ ও মুলাদী উপজেলায় ৫০টি পারসোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই), দূর থেকে শরীরের জ্বর নির্ণয়ের জন্য ২ বক্স ইনফ্রারেড থার্মোমিটার, ৪ কার্টন সেফটি গগলস ও সার্জিক্যাল মাস্কসহ বিভিন্ন চিকিৎসা সহায়ক উপকরণ দিয়েছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল-নাহিয়ান খান জয়। গত ১৩ এপ্রিল বাবুগঞ্জ ও মুলাদীর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)’দের হাতে এসব চিকিৎসা সামগ্রী হস্তান্তর করা হয়।

খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমের সমন্বয়কারী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইকবাল আহমেদ আজাদ বলেন, ‘কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতির সৌজন্যে পাওয়া প্রধানমন্ত্রীর বিশেষ খাদ্য সহায়তার মধ্যে ৫ মেট্রিক টন চাল, ৩ মেট্রিক টন আলু ও ১ মেট্রিক টন ডাল দিয়ে মোট ১ হাজার প্যাকেট তৈরি করা হয়েছে এবং তা বাবুগঞ্জ উপজেলার ৬ ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে ভাগ করে বিতরণ করা হয়েছে। কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি আল-নাহিয়ান খান জয়ের বাড়ি বাবুগঞ্জ উপজেলায় হওয়ার সুবাদে মাননীয় প্রধানমন্ত্রীর সরকারি নিয়মিত বরাদ্দের অতিরিক্ত এই স্পেশাল খাদ্য সহায়তা পেয়েছি আমরা।’

এ প্রসঙ্গে বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের ঠাকুরমল্লিক গ্রামের কৃতি সন্তান ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল-নাহিয়ান খান জয় বলেন, ‘উপজেলা পর্যায়ে করোনা মোকাবেলায় শ্রমজীবী দরিদ্র-অসহায় মানুষের পাশে দাঁড়াতে ছাত্রলীগের মাধ্যমে খাদ্য সহায়তা এবং চিকিৎসা সহায়ক বিভিন্ন উপকরণ দিয়েছেন মাদার অব হিউম্যানিটি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। আমরা বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা আমাদের অভিভাবক দেশরতœ শেখ হাসিনার সরাসরি তত্ত্বাবধান ও দিকনির্দেশনা অনুসারে করোনা প্রতিরোধে প্রথম থেকেই দেশব্যাপী প্রতিনিয়ত বিভিন্ন কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখবে বঙ্গবন্ধুর হাতেগড়া আদর্শিক সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ।

সম্পর্কিত সংবাদ

সর্বশেষ সংবাদ

উজিরপুরে বাসের ধাক্কায় প্রবাসী নিহত

উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার ঢাকা -বরিশাল মহাসড়কের নতুন শিকারপুরের মুন্সিবাড়ির দরজা নামক স্থানে রাস্তা পারাপারের সময় (...