বার্থী ইউনিয়নে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে আলোচনা সভা অনুষ্ঠিত

অবশ্যই পরুন

রাষ্ট্র মেরামতের লক্ষ্যে তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বরিশাল জেলার গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকেল ৩টায় ধানডোবা বিএনপির আঞ্চলিক কার্যালয়ে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন বার্থী ইউনিয়ন বিএনপির নেতা শাহজাহান ফকির।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও টরকী বন্দর বণিক সমিতির সভাপতি শরিফ সাহাবুব হাসান। এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য মিজানুর রহমান মিন্টু, বিএনপি নেতা বাসার আকনসহ অন্যান্য নেতাকর্মীরা।

আলোচনায় বক্তারা তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেন এবং এ বিষয়ে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান।

সভা শেষে প্রধান অতিথি শরিফ সাহাবুব হাসান দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন, যার মধ্য দিয়ে অনুষ্ঠানটি সফলভাবে সমাপ্ত হয়।

সম্পর্কিত সংবাদ

সর্বশেষ সংবাদ

কলাপাড়ায় পৈত্রিক সম্পত্তিসহ বাড়ি—ঘর জবর দখল থেকে রক্ষার প্রতিবন্ধী যুবকের সম্মেলন

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় পৈত্রিক সম্পত্তিসহ বাড়ি—ঘর জবর দখল থেকে রক্ষায় সংবাদ সম্মেলন করেছেন প্রতিবন্ধ যুবক নুর আলম। সোমবার...