বরিশালের উজিরপুরের শিকারপুর ইউনিয়নের পূর্ব মুন্ডুপাশা থেকে গাঁজা গাছসহ মীর আরিফুর রহমান (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৮)। সে ওই এলাকার মীর আব্দুল হাই এর ছেলে। বৃহস্পতিবার (৩০ মে) গভীর রাতে র্যাব সসদ্যরা গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতারকৃত আরিফের বাসার ছাদ থেকে গাছটি উদ্ধার করে। এ সময় গাছটির মালিক আরিফকেও গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় শুক্রবার (৩১ মে) দুপুরে গ্রেফতারকৃত আরিফের বিরুদ্ধে র্যাবের ডিএডি মো. আমজাদ হোসেন বাদী হয়ে উজিরপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছেন। বিষয়টি নিশ্চিত করে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিশির কুমার পাল জানান- ‘উদ্ধারকৃত গাঁজা গাছটির ওজন এক কেজি ১’শ গ্রাম।’