বিপিএলে অনুশীলনে মনোযোগ কাড়ল নবীর ছেলে

অবশ্যই পরুন

আফগানিস্তান ক্রিকেটের প্রথম তারকা বলা হয় মোহাম্মদ নবীকে। মি. প্রেসিডেন্ট খ্যাত এই ক্রিকেটার চলতি বিপিএলে খেলছেন ফরচুন বরিশালের হয়ে। বিপিএলের চট্টগ্রাম পর্ব শুরু হবে বৃহস্পতিবার। বুধবার দলের অনুশীলনে নবীর সঙ্গে দেখা যায় তার ছোট ছেলে রোহান ইশাখিলকে। অনুশীলনে বেশ মনোযোগ কাড়ে রোহান। বাবা ও বড় ভাইয়ের মতো পেশাদার ক্রিকেটার হওয়ার তালিম নিচ্ছে সেও।

কাঁধে কিট ব্যাগ নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করার দৃশ্য ওই বার্তায় দেয়। এরপর বরিশালের অনুশীলনে রোহানকে দেখা যায় ফুটবল নিয়ে গা গরম করতে। ব্যাট নিয়ে কিছুক্ষণ ড্রিল করে সে। এরপর নেমে পড়ে ব্যাটিং অনুশীলনে। যেন অনুশীলনে ঘাটতি যাতে না হয় সেজন্য বাবার সঙ্গে ফরচুন বরিশালের ক্যাম্পে যোগ দিয়েছেন তিনি। ৪০ বছর বয়সী আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবীর চার সন্তান।

এর মধ্যে ছেলে তিনটা। মেয়ে একটা। বড় ছেলে হাসান খান ইশাখিলও ক্রিকেটার। ১৮ বছর বয়সী হাসান ব্যাটার। ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি পর্বে এরই মধ্যে ১৮ টি-২০ খেলে ফেলেছেন হাসান। তিনটি ফিফটি আছে তার। খেলেছেন দুবাইয়ের ইন্টারন্যাশনাল লিগ টি-২০তে। নবীর মেজো ছেলের নাম রেহান ইশাখিল। মেয়ের নাম ইমান।

সম্পর্কিত সংবাদ

সর্বশেষ সংবাদ

কলাপাড়ায় পৈত্রিক সম্পত্তিসহ বাড়ি—ঘর জবর দখল থেকে রক্ষার প্রতিবন্ধী যুবকের সম্মেলন

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় পৈত্রিক সম্পত্তিসহ বাড়ি—ঘর জবর দখল থেকে রক্ষায় সংবাদ সম্মেলন করেছেন প্রতিবন্ধ যুবক নুর আলম। সোমবার...