বেতাগীতে করোনা আক্রান্তে মৃত ব্যক্তির দাফন, ১৬টি বাড়ি লকডাউন

অবশ্যই পরুন

বরগুনার বেতাগীতে করোনায় আক্রান্তে মৃত ৭২ বছরের বৃদ্ধের দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের সহায়তায় জানাজা শেষে তাঁর মরদেহ পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
এর আগে তিনি করোনায় আক্রান্ত হয়ে বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে চিকিৎসাধীণ অবস্থায় শুক্রবার (১৭ এপ্রিল) বিকাল সাড়ে ৬টায় মারা যান। করোনায় আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ। মৃত ব্যাক্তির গ্রামের বাড়ি বেতাগী উপজেলার বিবিচিনি ইউনিয়নের ৪নং ওয়ার্ডে।
বেতাগী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তেন মং জানান, ‘করোনা ভাইরাসের উপসর্গ দেখা দেয়ার পর সে গত বৃহস্পতিবার বিকালে বরিশাল শেবাচিমে করোনা ওয়ার্ডে শ্বাসকষ্ট ও বুকে ব্যাথা নিয়ে ভর্তি হয়েছিলেন। হাসপাতালের করোনা ওয়ার্ডের কর্তৃপক্ষ ওইদিন রাতে তাঁর নমুনা সংগ্রহ করেন এবং রিপোর্ট আসার আগেই তার মৃত্যু হয়। মৃত্যুর পরে রিপোর্ট পজেটিভ আসলে তা দেখে নিশ্চিত হওয়া যায় যে তিনি করোন আক্রান্ত ছিলেন।’

এ বিষয় বেতাগী থানা অফিসার ইনচার্জ কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন,‘ আক্রান্ত বৃদ্ধের বাড়ি ও তাঁর আশে পাশের আত্মীয় স্বজনের বাড়িসহ ১৬ টি বাড়ি লকডাউন করা হয়েছে।’

উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. রাজীব আহসান জানান,‘ জেলা প্রশাসকের নির্দেশানুসারে ওই বৃদ্ধের বাড়িসহ সর্বমোট ১৬টি বাড়ি লকডাউন করা হয়েছে।’

সম্পর্কিত সংবাদ

সর্বশেষ সংবাদ

কলাপাড়ায় ৭ দফা দাবিতে মানববন্ধন

পটুয়াখালীর কলাপাড়ায় ১৩২০ পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের সরকার কর্তৃৃৃক প্রতিশ্রুতি বাস্তবায়ন না করায় ও প্রজেক্টে দুর্নীতির বিরুদ্ধে...