বোরহানউদ্দিন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগ এর প্রচার সম্পাদক দিন ইসলাম রুবেল এর পিতা বীর মুক্তিযোদ্ধা অবসর প্রাপ্ত হাবিলদার মোঃ আনোয়ারুল হক বুধবার ভোর ৪ টায় বাধ্যর্ক জনিত কারনে তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)।
তিনি মৃত্যুকালে ৩ ছেলে ও ২ মেয়ে সহ অসংখ্যগুনীগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে শোক জানিয়েছেন সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী আলহাজ্ব তোফায়েল আহমেদ এমপি, ভোলা-২ আসনের সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল এমপি, বোরহানউদ্দিন উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহি অফিসার (ভারপ্রাপ্ত) মো. বশির গাজী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন হায়দার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব রফিকুল ইসলাম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আহম্মদ উল্লাহ।
এছাড়া বোরহানউদ্দিন শাহবাজপুর প্রেসক্লাব সহ বোরহানউদ্দিন সাংবাদিক বৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তোপ্ত পরিবারকে সমবেদনা জানান।
মরহুমের জানাজা নামাজ বাদ জোহর অনুষ্ঠিত হয়ে রাষ্ট্রীয় যথাযোগ্য মর্যাদায় পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।