ভোলায় প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় যুবক গ্রেফতার

অবশ্যই পরুন

ভোলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেসবুকে কটূক্তি করায় মোবারক আলম তানজিল নামে এক যুবককে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় ভোলা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের উকিলপাড়া এলাকার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। মোবারক আলম তানজিল ওই এলাকার মোশাহেদ আলমের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার (২৯ এপ্রিল) সকালে ভোলা শহরের বাংলাস্কুল মোড় এলাকায় লকডাউন চলাকালীন চেকপোস্টে তাকে বিনা ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্রে ত্রুটি থাকায় দুই হাজার টাকা জরিমানা করা হয়। পরে ওই দিন বিকেল ৩টা ২৯ মিনিট তিনি তার ব্যবহৃত ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটূক্তি করে স্ট্যাটাস দেন। ওই স্ট্যাটাসটি ভাইরাল হলে পুলিশ তাকে গ্রেফতার করে।

ভোলা জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. শহিদুল ইসলাম জানান, এসআই আবু জাফর বিশ্বাস বাদী হয়ে মোবারক আলম তানজিলের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন।

সম্পর্কিত সংবাদ

সর্বশেষ সংবাদ

জাটকায় সয়লাব বরিশাল মৎস্য অবতরণ কেন্দ্র

স্টাফ রিপোর্টারঃবরিশাল মৎস্য অবতরণ কেন্দ্র পোর্টরোড বাজারে জাটকা ইলিশে সয়লাব। বাজারের মাছ বিক্রেতারা জাটকা ইলিশ হাঁকডাক দিয়েই বিক্রি করছেন।...