ভোলায় অসহায়দের খাদ্য সামগ্রী দিলো কোস্টগার্ড

অবশ্যই পরুন

মেঘনা নদীর র্তীরে অসহায় দরিদ্র ও ভাসমান বেদে সম্প্রদায়ের ৩৬০ জনকে খাদ্য সামগ্রী দিলেন কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা।
সোমবার সকালে ভোলা সদর উপজেলার ইলিশা জংশন, বিশ্বরোড, রাজাপুর ভাংতির খাল এলাকায় এসব বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কোস্ট গার্ড দক্ষিণ জোনের লে. সাকিল ও স্থানীয় জনপ্রতিনিধিসহ কোস্টগার্ডের সদস্যরা।

এ ব্যাপারে কোস্টগার্ড দক্ষিণ জোনের লে. (মিডিয়া কর্মকর্তা) মো. সাকিল জানান, দেশে যেকোনো দুর্যোগের সময় বিশেষ করে উপকূলীয় এলাকার ক্ষতিগ্রস্ত অসহায়, দুস্থ মানুষের পাশে থাকে কোস্টগার্ড। এবারো করোনার কারণে কর্মহীন উপকূলীয় জনগোষ্ঠীর সহায়তায় এগিয়ে এসেছে কোস্টগার্ড। এ প্রক্রিয়ার অংশ হিসেবে ভোলায় ৩৬০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।

প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে এসব সহায়তা প্রদান করা হয়েছে। আমরা শুধু খাদ্য সহায়তা দিচ্ছি এমনটি নয়, এ উপকূলের বাসিন্দাদের যেকোনো প্রাকৃতিক বিপর্যয়ে অতীতের সময়ের মতো তাদের পাশে থাকার নিশ্চয়তা দিচ্ছি। বিশেষ করে করোনা পরিস্থিতিতে ঊর্ধ্বতনের নির্দেশনা মেনে উপকূলের মানুষের জন্য সহায়ক ভূমিকা পালন করার চেষ্টা করবো।

সম্পর্কিত সংবাদ

সর্বশেষ সংবাদ

টিম চিহ্নির উদ্যােগে নারী স্বাস্থ্য রক্ষায় সামাজিক সচেতনতা

মো:সৌরব, বেতাগী প্রতিনিধি: বরিশালের রাজ্জাক স্মৃতি কলোনির নারীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে এবং পরিবেশবান্ধব প্যাড উৎপাদনের মাধ্যমে টেকসই উন্নয়নের লক্ষ্যে...