পিরোজপুরের মঠবাড়িয়ায় জাহাঙ্গীর হোসেন (৩২) নামে এক যুবক জ্বর, সর্দি-কাশি, শ্বাসকষ্ট ও ডায়রিয়ার আক্রান্ত হয়ে মারা গেছেন। রবিবার (১৯ এপ্রিল) সকালে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি মারা যান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
আলী হাসান জানান, মিরুখালী ইউনিয়নের ছোটশৌলা গ্রামের ওই যুবক অসুস্থ হয়ে শনিবার বিকাল ৪টার দিকে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। তার শরীরের অবস্থা খারাপ দেখা দেওয়ায় সঙ্গে সঙ্গেই তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে রবিবার তিনি মারা যান। জাহাঙ্গীরের নমুনা সংগ্রহ করা হয়েছে।