ভোলার মনপুরার মেঘনায় লকডাউন অমান্য করে যাত্রী পার করার সময় দুই মাঝিকে আটক করেছে কোস্টগার্ড। পরে আটক দুই মাঝিকে একমাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমান আদালতের বিচারক ইউএনও বিপুল চন্দ্র দাস।
শনিবার বেলা ১১টায় উপজেলার বিচ্ছিন্ন কলাতলীর চর থেকে যাত্রী নিয়ে আসার পথে চর শামসুদ্দিন নামক স্থানে মেঘনায় ট্রলারসহ মাঝিদের আটক করে কোস্টগার্ড। ট্রলারে থাকা ১২ জনকে ফের কলাতলীতে ফেরত পাঠানো হয়।
আটক মাঝিরা হলেন, উপজেলার বিচ্ছিন্ন কলাতলী চরের বাসিন্দা শাহিন মাঝি ও জামাল মাঝি।
মনপুরা কোস্টগার্ডের কন্টিজেন্ট কমান্ডার ওয়ালী উল্লা জানান, মেঘনায় নিয়মিত টহল দেয়ার সময় ১২ জনের যাত্রীবাহি ট্রলার আটক করে কোস্টগার্ড। ওই ট্রলারে থাকা ১২ যাত্রীদের ফের কলাতলীর চরে ফেরত পাঠানো হয়।
ইউএনও ও ভ্রাম্যমান আদালতের বিচারক বিপুল চন্দ্র দাস জানান, লকডাউন ভেঙ্গে মেঘনায় যাত্রী পারপারের দায়ে আটক দুই মাঝিকে এক মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।