আজ বাংলা নববর্ষ। দিনটিকে দুঃস্থদের সাথে ভাগাভাগি করে নিতে বরিশালে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ তাদের বিনামূল্যের ‘মানবতার বাজার’-এ ইলিশসহ বৈশাখী পণ্য বিতরণ করেছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) মানবতার বাজার ভরে উঠেছিল ইলিশ মাছ, পাট শাক, লাউ, মুড়ি, জিলাপীসহ বিভিন্ন বৈশাখী পণ্যে। এছাড়া প্রতিদিনের মতো চাল, ডাল, পেঁয়াজ, আলু, তেল, সবজী তো ছিলই।
বাসদের আহ্বায়ক ইমরান হাবিব রুমন বলেন, ‘বাংলা নববর্ষ আমাদের ইতিহাস ঐতিহ্যের সাথে এক এবং একাকার হয়ে আছে। কিন্তু এবছর করোনাভাইরাসের কারণে কেউ বর্ষ বরণের আনন্দ ভাগাভাগি করতে পারেনি। তবে আমাদের এই ঐহিত্যকে হতদরিদ্রদের সাথে ভাগাভাগি করতে আমরা এবার ‘বৈশাখী মনবতার বাজার’ এর আয়োজন করেছি।’
বাসদের সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্ত্তী বলেন, ‘এই সংকটময় মুহূর্তেও আমাদের নববর্ষের যে চেতনা, অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তি জাগ্রত হওয়ার যে চেতনা- সেই চেতনাকে ধারণ করে বরিশালের দুঃস্থ মানুষদের মধ্যে বৈশাখী খাদ্যসামগ্রী বিতরণ করেছি। আমরা নতুন বছরের বার্তাটি সবার মাঝে নিয়ে যেতে চাই। শারীরিক দূরত্ব বজায় রেখে সামাজিক দায়িত্ব পালন করতে চাই।’
বরিশালের জ্যেষ্ঠ সাংবাদিক সুশান্ত ঘোষ বলেন, ‘যারা এই দুঃসময়ের মধ্যেও নববর্ষ পালনের এমন ব্যতিক্রম আয়োজন করেছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। এবারের এই বৈশাখকে বলা হচ্ছে কাল বৈশাখ। আমরা প্রত্যাশা করি, অবিলম্বে সমস্ত অপশক্তির প্রভাব থেকে মুক্ত হতে পারব।’
এদিকে মানবতার বাজারে চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল ও সবজীর পাশাপাশি বৈশাখি পণ্য ইলিশ মাছ, মুড়ি, জিলাপী, পাট শাক পেয়ে হতদরিদ্ররা বেশ খুশি।
তাদের অনেকেই বলেন, ‘স্বাভাবিক সময়েও আমরা ইলিশ মাছ কিনতে পারি না। কিন্তু আজকের এই মানবতার বাজার থেকে আমরা বৈশাখের অনেক কিছু পেয়েছি। আমাদের ছেলে মেয়েরাও এগুলো দেখে খুব খুশি হবে।’