স্টাফ রিপোর্টারঃ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এস. সরফুদ্দিন আহম্মেদ সান্টু বলেছেন,দলের নাম ব্যবহার করে যারা চাঁদাবাজি করছে তাদের বিরুদ্ধে নেতাকর্মীদের সোচ্চার হতে হবে। বিএনপি এখনও ক্ষমতায় আসেনি তবে কেউ কেউ এমন ব্যবহার শুরু করেছেন তাতেই মানুষ নানা কথা বলতে শুরু করেছে।
বিগত সরকারের আমলে উজিরপুরে বিএনপির অফিসে আগুন দেয়া হয়েছিল কেউ মামলা করার সাহস পাননি। এখন অনেকেই দলের মধ্যে বীর সেজে নানা ধরনের অপকর্ম করছেন। গতকাল শনিবার বরিশাল জেলার উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সান্টু বলেন, আমাদের নেতা তারেক রহমানের নির্দেশ কোন আওয়ামী লীগের নেতাকর্মীকে মারধর করা যাবে না , চাঁদাবাজি করা যাবে না,হিন্দু ভাইদের নিরাপত্তা দিতে হবে। এ বার্তা পৌঁছানোর জন্য আমি আপনাদের কাছে এসেছি। সবার আগে আমাদের চরিত্র ভাল করতে হবে তাহলে জনগণ আমাদের ভোট দিবে, আমরা ক্ষমতায় যাবো।
আসন্ন পূজায় আওয়ামী লীগ গন্ডগোল করার পাঁয়তারা করছে। এ কারণে বিএনপির নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। মন্দির প্রহরা দিতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে সাংবাদিক ইলিয়াস খান বলেন, দেশের মানুষ ভোট দিতে পারেনি। স্কুল, কলেজ থেকে শুরু করে মসজিদ কমিটিতেও ভাল মানুষ নির্বাচিত হতে পারেনি। কারণ জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে।
এখন সময় এসেছে ভাল মানুষ নির্বাচিত করার। বরাকোঠা ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক অধ্যাপক মনিরুজ্জামান মন্টু’র সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদেস্য সচিব হুমায়ন খান যুগ্ম আহ্বায়ক এস এম আলাউদ্দিন , আনোয়ার হোসেন মল্লিক, সরদার সিদ্দিকুর রহমান, শাহিন হাওলাদার, যুবদল নেতা সাহাদুত জামান কমরেট প্রমুখ।