মা-মেয়ের করোনা শনাক্ত, ছেলে পলাতক

অবশ্যই পরুন

বরিশালের বানারীপাড়া ‍উপজেলায় মা ও মেয়ের করোনাভাইরাস শনাক্ত হয়েছে এবং এরপর পালিয়ে গেছে নারায়ণগঞ্জ থেকে ‍আসা ছেলে।

বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কবির হাসান জানান, ১৭ এপ্রিল উদয়কাঠি ইউনিয়নের তেতলা-মধুরভিটা গ্রামের এক তরুণী ডায়রিয়ায় আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। ১৮ এপ্রিল ওই তরুণী ও তার মায়ের (৪৫) নমুনা সংগ্রহ করে বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে পরীক্ষার রিপোটে মা ও মেয়ের করোনা পজিটিভ আসে। কিন্তু তার আগেই ২০ এপ্রিল তারা হাসপাতাল থেকে গ্রামের বাড়িতে চলে যান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদ জানান, করোনা আক্রান্ত ওই মা-মেয়েকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

উদয়কাঠি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাকির হোসেন জানান, খলিলুর রহমানের ছেলে সম্প্রতি নারায়ণগঞ্জ থেকে বাড়িতে আসেন। কিন্তু তথ্য গোপন করে বাগেরহাট থেকে এসেছে বলে এলাকায় প্রচারণা চালায়। সবার ধারণা, ওই ছেলের মাধ্যমে তার মা-মেয়ে ‍আক্রান্ত হয়েছে। ‍এরপর থেকে ওই ছেলে পলাতক।

সম্পর্কিত সংবাদ

সর্বশেষ সংবাদ

উজিরপুরে সিআরএসএস ও ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শিশুদের মাঝে ইউএনওর কম্বল বিতরণ

উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার হতদরিদ্র শিশুদের মাঝে শীতের উপহার কম্বল বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ৩ ডিসেম্বর...