মীরগঞ্জ ফেরিঘাটে বেশি ভাড়া আদায়, অর্ধলাখ টাকা জরিমানা

অবশ্যই পরুন

বরিশাল জেলার বাবুগঞ্জ ও মুলাদী উপজেলার মধ্যবর্তী মীরগঞ্জ ফেরিঘাটে অতিরিক্ত ভাড়া আদায় করায় ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ওদিকে বাবুগঞ্জ-কেদারপুর খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া আদায় করায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) শাকিলা রহমান পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা করেন।

বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) শাকিলা রহমান জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে সোমবার বিকেলে মীরগঞ্জ ফেরিঘাটে অভিযান পরিচালনা করা হয়। আমরা সরজমিনে নির্ধারিত মূল্যের কয়েকগুণ বেশি ভাড়া উত্তোলনের প্রমাণ পাই। ভ্রাম্যমাণ আদালতের নিয়ম অনুযায়ী ঘটনাস্থলে উপস্থিত ইজারাদারের লোকদের কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া বাবুগঞ্জ-কেদারপুর খেয়াঘাটে অনিয়মের সত্যতা পাওয়ায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সম্পর্কিত সংবাদ

সর্বশেষ সংবাদ

স্মার্টকার্ড বিতরণ কালে ১৫ জন মহিলার গলার স্বর্ণের চেইন চুরি

আগৈলঝাড়া প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় স্মার্টকার্ড আনতে গিয়ে ১৫ জন মহিলার স্বর্ণালংকার চুরির ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। এ মামলায়...