জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে বরিশালের আগৈলঝাড়ায় মঙ্গলবার রাতে আলোচনা সভা, প্রজেক্টরের মাধ্যমে বঙ্গবন্ধুর আত্মজীবনী ও আতসবাজি প্রদর্শনী করা হয়।
১নং রাজিহার ইউনিয়নের উদ্যোগে বিভিন্ন স্পটে প্রজেক্টরের মাধ্যমে বঙ্গবন্ধুর আত্মজীবনী প্রদর্শনী করা হয়। রাতে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সম্পাদক মোঃ ইলিয়াস তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম তালুকদার, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মুরাদ হোসেন সিকদার । এসময় উপস্থিত ছিলেন ইউপি সচিব গৌতম চন্দ্র পাল, ইউপি সদস্য রাসেদুল ইসলাম খায়ের, রিপন সরদার, সঞ্জয় রায়, মোঃ রিপন সরদার, আওয়ামীলীগ নেতা কাজী ইদ্রিস আলী, মফিজুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ। শেষে আতসবাজি প্রদর্শনী ও পটকা ফুটানো হয়।