মুলাদীতে এক যুবককে পিটিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে

অবশ্যই পরুন

বরিশালের মুলাদীতে বান্ধবীর বিয়ে অনুষ্ঠান থেকে ফেরার পথে আলী হোসেন মীর (২১) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে একদল লোক। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সফিপুর ইউনিয়নের চরপদ্ম গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আলী হোসেন চরপদ্মা গ্রামের বাবুল মীরের ছেলে। তিনি ঢাকায় টালি মিস্ত্রির কাজ করতেন।

আজকের সংবাদপত্র অনলাইন থেকে সর্বশেষ খবর পেতে গুগল নিউজ ফিড অনুসরণ করুন
নিহতের বাবা বাবুল মীর জানান, কয়েকদিন আগে আমার ছেলে ঢাকা থেকে বাসায় বেড়াতে আসে। গতকাল বিকেলে বন্ধু এনায়েত হোসেনকে নিয়ে একই গ্রামে বান্ধবীর বাড়িতে গিয়েছিলেন। রাতে ফেরার পথে একদল লোক তাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে।

আলী হোসেনের বন্ধু এনায়েত হোসেন বলেন, “অনুষ্ঠান শেষে আলী হোসেন কিছু অগ্রিম দিতে বলেন। কিছুদূর যাওয়ার পর তিনি বলেন একা যেতে পারেন। বেলা সাড়ে এগারোটার দিকে ফোন করে জানাই, আলী হোসেন বাসায় পৌঁছেছেন কি না। এ সময় তিনি বলেন, দোস্ত আমাকে বাঁচাও, ওরা আমাকে মেরে ফেলবে।

এনায়েত হোসেন আরও বলেন, “আমি তাৎক্ষণিকভাবে আলী হোসেনের পরিবার ও অন্যান্য বন্ধুদের খবর দিয়ে তাকে রক্ষা করতে বের হয়ে যাই। পরে তাকে চরপদ্মা গ্রামের মেলকার বাড়ির আলোত পাড়ে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। তার মাথায় আঘাতের চিহ্ন ছিল। এসময় তার হাত ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।এ সময় তাকে উদ্ধার করে রাতে নিকটবর্তী গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মুলাদী থানার উপ-পরিদর্শক (এসআই) আওলাদ হোসেন আজকের পত্রিকাকে জানান, লাশ বর্তমানে শরীয়তপুর জেলা হাসপাতালের মর্গে রয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের চিহ্নিত করতে তদন্ত চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তুষার কুমার মন্ডল জানান, নিহতের পরিবারের চিঠি পেয়ে মামলা করা হবে।

সম্পর্কিত সংবাদ

সর্বশেষ সংবাদ

বাংলাদেশ হবে আগামীতে ইসলামপন্থিদের দেশ: শায়খে চরমোনাই

বরিশাল প্রতিনিধি : ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশের বরিশাল জেলা সম্মেলনে ইসলামি আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমির, শায়খে চরমোনাই মুফতী...