মুলাদীতে কলেজ ছাত্রকে পিটিয়ে ও কুপিয়ে হত্যাকারী শাওন শরিফ গ্রেফতার

অবশ্যই পরুন

র‌্যাব-৮, সিপিএসসি, বরিশাল এবং র‌্যাব-৩, সিপিএসসি, টিকাটুলি ঢাকা ক্যাম্পের একটি বিশেষ যৌথ আভিযানিক দল কর্তৃক ১০ মার্চ ২০২৩ ইং, তারিখ রাত ২২:৪৫ ঘটিকার সময় ডিএমপির ঢাকার পল্টন থানাধীন নয়া পল্টন চৌরাস্তার মোড় জাফরানি বিরিয়ানি হাউজ এর সামনে অভিযান পরিচালনা করে কলেজ ছাত্র আলী হোসেন মীর (২০) এর চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহার নামীয় প্রধান আসামি মোঃ শাওন শরিফ (২২), পিতা- মৃত- দেলোয়ার হোসেন শরীফ , সাং- চরপদ্মা, ৫ নং ওয়ার্ড,০৩নং সফিপুর ইউনিয়ন, থানা- মুলাদী, জেলা- বরিশাল’কে আটক করা হয়।

ঘটনার বিবরণে জানা যায়, গত ১৫ ফেব্রুয়ারি ২০২৩ ইং তারিখ আনুমানিক সন্ধ্যা ০৮ঃ০০ ঘটিকার সময় মোঃ ইউসুফ আলী @ আলী হোসেন মীর(২০), পিতা-মোঃ বাবুল মীর, সাং- চরপদ্মা, ৫ নং ওয়ার্ড,০৩নং সফিপুর ইউনিয়ন, থানা- মুলাদী, জেলা- বরিশাল এর বান্ধবী মোছাঃ রিপা আক্তারের বিবাহের গায়ে হুলুদ অনুষ্ঠানে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়।

বিবাহ গায়ে হুলুদ অনুষ্টান শেষ করে বাড়ির উদ্দেশ্য রওনা দেয়, রাত আনুমানিক ১২ঃ৩০ঘটিকার সময় ১৬ ফেব্রæয়ারি ২০২৩ ইং তারিখে পূর্ব শক্রতার জের ধরে পরিকল্পিতভাবে আসামী মোঃ শাওন শরীফ(২২) এবং তার সহযোগীরা মিলে মোঃ ইউসুফ আলীকে কুপিয়ে হত্যা করে মুলাদী থানাধীন চরপদ্মা, ৫ নং ওয়ার্ডস্থ, ০৩নং সফিপুর ইউনিয়ন সাকিনস্থ মেলকার বাড়ীর দক্ষিণ পাশে কাঁচা রাস্তার উপর ফেলে রেখে চলে যায়।

পরবর্তীতে নিহতের পিতা মোঃ বাবুল মীর বরিশাল জেলার মুলাদী থানায় একটি হত্যা মামলার দায়ের করে যার মামলা নং-১৩, ১৮ফেব্রুয়ারি ২০২৩ ইং তারিখ এর পেনাল কোডের -৩০২/২০১/৩৪ ধারা মুলে মামলা রুজু করা হয়। উক্ত ঘটনা পর থেকে আসামীরা পলায়ন করে।

সেই প্রেক্ষিতে র‌্যাব-৮, বরিশাল সিপিএসসি কর্তৃক ছায়াতদন্ত করে আধুনিক তথ্য ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আসামীর অবস্থান সনাক্ত করে র‌্যাব-৩,সিপিএসসি টিকাটুলি এর যৌথ অভিযান পরিচালনা করে উক্ত হত্যা মামালার এজাহার নামীয় প্রধান আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে উল্লেখিত হত্যা মামলার আসামীকে বরিশাল জেলার মুলাদী থানায় হস্তান্তর করা হয়

সম্পর্কিত সংবাদ

সর্বশেষ সংবাদ

টিম চিহ্নির উদ্যােগে নারী স্বাস্থ্য রক্ষায় সামাজিক সচেতনতা

মো:সৌরব, বেতাগী প্রতিনিধি: বরিশালের রাজ্জাক স্মৃতি কলোনির নারীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে এবং পরিবেশবান্ধব প্যাড উৎপাদনের মাধ্যমে টেকসই উন্নয়নের লক্ষ্যে...