মুলাদীতে হাত বোমা হামলায় আহত ৬

অবশ্যই পরুন

বরিশালের মুলাদী উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হাত বোমার হামলায় বেশ কয়েকজন আহত হয়েছে।

স্থানীয় সূত্র ১০-১২ জন আহত হওয়ার দাবি করলেও পুলিশ ৬ জন আহত হওয়ার খবর নিশ্চিত করেছে।

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে সফিপুর ইউনিয়নের উত্তর বালিয়াতলি গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানিয়েছে, মান্নান মাঝি ও সুজন মাঝি (সুজন মাস্টার) একই বংশের পাশাপাশি বাড়িতে বসবাস করে। জমিজমা নিয়ে উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ বিরোধের জেরে মান্নান মাঝি ও সুজন মাঝি (সুজন মাস্টার) গ্রুপের মধ্যে বুধবার দুপুরে বাক-বিতণ্ডা হয়।

একপর্যায়ে মান্নান মাঝির ছেলে নজরুল মাঝি ও সিরাজুল ইসলামসহ অজ্ঞাত নামা ব্যক্তিরা সুজন মাস্টার গ্রুপের ওপর হামলা চালায় এবং হাত বোমা নিক্ষেপ করে। এতে সুজন মাঝি গ্রুপের ১০-১২ জন আহত হয় বলে দাবি তাদের।

বিষয়টি জেলা পুলিশ মিডিয়া সেলের মাধ্যমে নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার মো. নাঈমুল হক জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থাও নেওয়া হচ্ছে।

তবে তাদের দেওয়া তথ্যানুযায়ী সুজন মাঝি গ্রুপের মো. রাজিব হোসেন (২২), শিহান মাঝি (২২), সুজন মাঝি (২৮), রোকন মাঝি (২৮) ও তার দুই ভাই রুবেল মাঝি (৩৫) ও মো. রাসেল (৩৫) আহত হয়েছে।

সম্পর্কিত সংবাদ

সর্বশেষ সংবাদ

শিক্ষার্থীরা পাঠ্যবই না পেলেও বিক্রি হচ্ছে নীলক্ষেতে

২০২৫ শিক্ষাবর্ষের প্রথম থেকে নবম-দশম শ্রেণির সব পাঠ্যবই শিক্ষার্থীদের হাতে এখনও সরবরাহ করতে পারেনি সরকার। এবছর শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে দেওয়া...