রাইজ গৌরনদী ফাউন্ডেশনের উদ্যােগে টরকী বন্দরে উপহার ও খাদ্য সামগ্রী বিতরণ

অবশ্যই পরুন

প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমনের প্রাদুর্ভাবের কারনে সরকার ঘোষিত লকডাউনের ফলে সারাদেশের গরীব ও অসহায় মানুষের জীবন যাপনের উদ্ধেগ ও উৎকন্ঠা জীবন যাপনের করছেন, ঘরবন্দি থেকে কর্মহীন হয়ে পরিবার-পরিজন নিয়ে অনাহারে-অর্ধাহারে জীবন যাপন করছেন ও আসন্ন পবিত্র ঈদে কর্মহীন মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন রাইজ গৌরনদী ফাউন্ডেশন।

উপজেলার ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডর গ্রামে নিম্নবিত্ত ও হতদরিদ্র পরিবারের মাঝে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করছেন। এসব ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে- চাল, ডাল, লবণ, পিঁয়াজ, আলু, চিনি, সাবান, হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ও নগদ অর্থসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্য। শনিবার রাইজ গৌরনদী ফাউন্ডেশনের উদ্যােগে গৌরনদী উপজেলার টরকী বন্দরে উপহার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

উক্ত ত্রান বিতরণের সময় উপস্থিত ছিলেন রাইজ গৌরনদী ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা শরীফ সাহাবুব হাসান, নির্বাহী পরিচালক শরীফ মশিউর রহমান, অতিরিক্ত পরিচালক রাজিব খান ও অঙ্গ সংগঠনের রুবেল গোমস্তা, এম ডি ফাহাদ, মোঃ মাসুদ সরদার, মোঃ খাইরুল খন্দকার, আলীম, ফয়সাল আরাফাত, পল্টু কুমার প্রমুখ।

আরো উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও মাইটিভি প্রতিনিধি গিয়াসউদ্দিন মিয়া, অগৈলঝাড়া প্রেসক্লাবের সহ সভাপতি ও গৌরনদী ডট নিউজের নির্বাহী সম্পাদক এস এম শামীম, এশিয়ান টিভির প্রতিনিধি ও বরিশাল ডট নিউজের ক্রাইম রিপোর্টার মোল্লা ফারুক, গৌরনদী ডট নিউজের বার্তা সম্পাদক সৌরভ হোসেন, জসিম হাসান, আরেফিন রিয়াদ প্রমূখ।

সম্পর্কিত সংবাদ

সর্বশেষ সংবাদ

উজিরপুরে সিআরএসএস ও ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শিশুদের মাঝে ইউএনওর কম্বল বিতরণ

উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার হতদরিদ্র শিশুদের মাঝে শীতের উপহার কম্বল বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ৩ ডিসেম্বর...