রাতের আধারে মোটরসাইকেলে অগ্নি সংযোগ

অবশ্যই পরুন

রাতের আধারে পেট্রোল দিয়ে একটি মোটরসাইকেল সম্পূর্ন ভাবে পুড়িয়ে দিয়েছে দূর্বিত্তরা। মোটর সাইকেলটি বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাকাল গ্রামের আমিন আহম্মেদ নিরবের। মোটরসাইকেলের মালিক আমিন আহম্মেদ নিরব জানান, শুক্রবার রাতে তিনি বাকাল গোবিন্দ মন্দির সংলগ্ন রাস্তার পাশে ১৫০ সিসির মোটরসাইকেলটি রেখে মাছের ঘের দেখতে যান। এই সুযোগে দুর্বিত্তরা মোটরসাইকেলে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দিলে মূহুর্তের মধ্যে মোটরসাইকেলটি সম্পূর্ন ক্ষতিগ্রস্ত হয়। আগৈলঝাড়া থানার এসআই তৈয়বুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, রাতেই ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। ঘটনাটি পূর্বপরিকল্পিত বলে ধারনা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি উল্লেখ করেন।

সম্পর্কিত সংবাদ

সর্বশেষ সংবাদ

জাটকায় সয়লাব বরিশাল মৎস্য অবতরণ কেন্দ্র

স্টাফ রিপোর্টারঃবরিশাল মৎস্য অবতরণ কেন্দ্র পোর্টরোড বাজারে জাটকা ইলিশে সয়লাব। বাজারের মাছ বিক্রেতারা জাটকা ইলিশ হাঁকডাক দিয়েই বিক্রি করছেন।...