বরিশালের গৌরনদীতে জিয়াউর রহমানের ৩৯ তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে গৌরনদী উপজেলা ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৯তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে গৌরনদী উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এ বৃক্ষরোপণ করেছেন গৌরনদী উপজেলা ছাত্রদল।
বুধবার(৩মে) উপজেলার মাহিলাড়া বিশ্ববিদ্যালয় কলেজ প্রঙ্গনে গাছ লাগানো কর্মসুচী পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা ছাত্রদল নেতা মোঃ রুবেল গোমাস্তা, কায়েস, মনির আকন, জোবায়ের, হাফিজ, হারুন, রহিম, ও গৌরনদী পৌর ছাত্রদল নেতা শরীফ মশিউর, কায়ুম, সাইফুল, সাহেদ প্রমুখ।