বরিশাল-১ আসনের সংসদ সদস্য জনাব আবুল হাসানাত আব্দুল্লাহর স্ত্রী ও বরিশালের সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর মা শাহানারা বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রোববার (৭ জুন) রাত সাড়ে ১১টায় বিএসএমএমইউ (পিজি) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।রাজনীতিবিদ, সমাজসেবক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য শাহানারা বেগমের মৃত্যুতে শোক জানিয়েছেন বরিশাল-১ আসনের সাবেক সাংসদ জনাব জহির উদ্দিন স্বপন।
এক বার্তায় বিএনপি’র এই সাবেক সাংসদ জানিয়েছেন –“মরহুম বেগম শাহানারা আব্দুল্লাহ’র বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি! মহান আল্লাহতালা তাকে জান্নাতবাসিনী করুন!”
বার্তায় তিনি আরো জানিয়েছেন,
“মরহুমের জ্যেস্ঠ পূত্র, বরিশালের মেয়র সাহেবের সাথে আমি টেলিফোনে শোক বিনিময় করেছি।
শোক সন্তপ্ত পরিবারের সকলকে আমার এবং আমাদের দলের সকলের সমবেদনা পৌঁছে দেয়ার দায়ীত্ব তিনি নিয়েছেন।“
মরহুমের ছোট দুই ভাই, আমার বাল্যবন্ধু কাজী মনু এবং বরিশাল শহরে আমার পাড়ার বড় ভাই তুল্য জনাব কাজী কামালের সাথেও শোক বিনিময় হয়েছে।
এছাড়া বার্তায় তিনি কৃতজ্ঞতার সাথে স্মরণ করে জানান,
“১৫ অক্টোবর, ২০১৩ তারিখে বরিশাল শহরের ফেয়ার ক্লিনিকে আমার মা যখন চিরবিদায় নিয়েছিলেন, দু:সংবাদ শুনেই শোক বিনিময় করতে হাসপাতালে আমার সাথে দেখা করেছিল সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্।