বিদ্যুতের লাইনে সংস্কার কাজ করতে গিয়ে বিদ্যুতের তারে আটকে গেলেন বরগুনার আমতলী পল্লী বিদ্যুৎ সমিতির লাইনম্যান শিহাব হোসেন। রোববার বিকেলে উপজেলার সাহেববাড়ী স্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
দমকল বাহিনীর লোকজন শিহাবকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।
জানা যায়, আমতলী পল্লী বিদ্যুৎ সমিতির লাইনম্যান শিহাব উপজেলার সাহেববাড়ী স্ট্যান্ডে মূল লাইনে কাজ করছিল। এমন সময় ভুলক্রমে মূল লাইনে বিদ্যুৎ সরবরাহ চালু হয়। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়।
স্থানীয়রা আমতলী দমকল বাহিনীর লোকজনকে খবর দেয়। দ্রুত আমতলী দমকল বাহিনীর স্টেশন ম্যানেজার মো. খলিলুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে তারা শিহাবকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে। পরে উপজেলা পল্লি বিদ্যুতের লোকজন এসে তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। ওই হাসপাতালে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়রা বলেন, লাইনম্যান শিহাব বিদ্যুতের মূল লাইনে কাজ করতে ছিল। হঠাৎ তিনি বিদ্যুতের লাইনে ঝুলে পড়েন। পরে আমতলী ফায়ার সার্ভিসের লোকজনকে খবর দিলে তারা এসে তাকে উদ্ধার করে।
আমতলী দমকল বাহিনীর স্টেশন ম্যানেজার মো. খলিলুর রহমান (ভারপ্রাপ্ত) বলেন, খবর পেয়ে লাইনম্যান শিহাবকে জীবিত উদ্ধার করেছি।
আমতলী পল্লী বিদ্যুতের উপজেলা প্রকৌশলী মো. জিয়া উদ্দিন তরাফদার বলেন, লাইনম্যান শিহাবকে পটুয়াখালী হাসপাতালে ভর্তি করা হয়েছে।