- শিল্পি মহসিন জাদু বিদ্যায় বিশেষ অবদানের জন্য চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট বাংলাদেশ জাদু উন্নন পরিষদ আয়োজিত ম্যাজিক ফ্যাছটিবল ‘ক্রেস্ট সম্মাননা অর্জন করেছেন। বরিশালের গৌরনদী উপজেলার জাদু শিল্প মহশিন।বিশ্ব নন্নিত জাদুশিল্পি জুয়েল আইচ, তাঁকে এ সম্মাননা দিয়েছে। গত মঙ্গলবার চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট হল রুমে এক অনুষ্ঠানে তাঁর হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়। ৪০টি জেলার জাদু শিল্পরা অংশগ্রহণ করেন। বিভিন্ন সময়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে জাদু, প্রদর্শন ভূমিকা রাখার জন্য তাঁকে ২০১৯ সালের এই সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে ভারতিয়ো জাদুশিল্পি শিবেন্দ্র নাথ জাদুশিল্পী এস লাল, জাদুকন্যা প্রিয়াঙ্কা, বাংলাদেশের খ্যাতিনামা জাদুশিল্প প্রিন্স হারুন বাসেত মাহমুদ এইচ,আর বিজয় যুবরাজ সপন দিনার বাছেদ মাহমুদ প্রিন্স ইমাম তরিকুল ইসলাম,জাদুকর রকি জাদুকর কামাল জাদুকর এনামুল জাদুকন্যা তানিয়া প্রমুক, অনুষ্ঠান শেষে সন্ধ্যায় আয়োজন করা হয়, দেশি-বিদেশি জাদু শিল্পীদের নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও ম্যাজিক শো।