স্কুল থেকে ফেরার পথে ছাত্রীকে ধর্ষণ,ধর্ষক গ্রেপ্তার

অবশ্যই পরুন

ব‌রিশা‌লের উ‌জিরপু‌রে সপ্তম শ্রেণীর এক ছাত্রী‌কে ধর্ষণের অ‌ভি‌যো‌গে হারুন তালুকদার (৬০) না‌মে এক কৃষক‌কে গ্রেপ্তার ক‌রে‌ছে পু‌লিশ। সে উপ‌জেলার বামরাইল ইউনিয়নের সানুহার গ্রামের জয়নাল আ‌বেদীন তালুকদা‌রের ছে‌লে। বুধবার (২৮ নভেম্বর) গভীর রাতে তাকে নিজ এলাকা থেকে আটক করা হয়। বিষয়‌টি নি‌শ্চিত ক‌রেছেন উ‌জিরপুর মডেল থানা পু‌লি‌শের উপ-পরিদর্শক (এসআই) রিয়াজ মাহামুদ। তিনি ধ‌র্ষিতা প‌রিবা‌রের বরাত দি‌য়ে জানান, গত ২৪ নভেম্বর ওই ছাত্রী কে‌.বি‌.জি নিন্ম মাধ্য‌মিক বিদ্যাল‌য় থেকে পরীক্ষা শে‌ষে বাসায় ফির‌ছিলেন। প‌থিম‌ধ্যে একই এলাকার কৃষক হারুন তালুকদার পথ‌রোধ ক‌রে ওই ছাত্রী‌কে জোরপূর্বক পাশের একটি জঙ্গলে নিয়ে যায়। সেখানে ওই ছাত্রীকে ধর্ষণ ক‌রে অভিযুক্ত হারুন। এসআই রিয়াজ আরও জানান, ঘটনাটি এতো‌দিন চাঁপা থাক‌লেও বুধবার রা‌তে এলাকায় জানাজা‌নি হ‌য়। এরপরই ওই স্কুল ছাত্রীর পরিবারের অ‌ভি‌যোগের ভি‌ত্তিতে ধর্ষক হারুন তালুকদার‌কে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় থানায় মামলা দা‌য়েরের প্রস্তুতি চলছে।

সম্পর্কিত সংবাদ

সর্বশেষ সংবাদ

জাটকায় সয়লাব বরিশাল মৎস্য অবতরণ কেন্দ্র

স্টাফ রিপোর্টারঃবরিশাল মৎস্য অবতরণ কেন্দ্র পোর্টরোড বাজারে জাটকা ইলিশে সয়লাব। বাজারের মাছ বিক্রেতারা জাটকা ইলিশ হাঁকডাক দিয়েই বিক্রি করছেন।...