আগৈলঝাড়ায় কর্মহীনদের মাঝে বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার খাদ্য সহায়তা প্রদান

অবশ্যই পরুন

বরিশালের আগৈলঝাড়ায় করোনা ভাইরাস মোকাবেলায় বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা (বিপিইউএস)এর উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে উপজেলার গৈলা ইউনিয়নের সেরাল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে সামাজিক নিরাপদ দূরত্ব বজায় রেখে কর্মহীন ২০০ জন গরীব ও বেকার প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে মাস্ক, সাবান, ব্লিচিং পাউডার, ১০ কেজি চাল, ১ কেজি ডাল, দুই কেজি আলু, ১ লিটার তেল, ১ কেজি লবন ও ১ টি সাবান প্রদান করা হয়। এসময় ওই এলাকায় করোনা সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতার লক্ষে তারা হ্যান্ডবিল বিতরন করেন। এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোঃ বদিউল আলম, আগৈলঝাড়া উপজেলার আওয়ামীলীগ সাধারন সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত, ছাত্রলীগ সভাপতি মোঃ মিন্টু সেরনিয়াবাত, আগৈলঝাড়া প্রতিবন্ধী শিশুদের অভিভাবক ফোরামের সভাপতি আবদুর রব সেরনিয়াবাত প্রমুখ। এর আগে ওই সংস্থা থেকে শতাধিক কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেন।

সম্পর্কিত সংবাদ

সর্বশেষ সংবাদ

ফারাক্কা দিবসে বরিশালে মানববন্ধন

ভারতের কাছ থেকে পদ্মা ও তিস্তাসহ অভিন্ন ৫৪ নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে উদ্যোগ গ্রহণের দাবিতে ঐতিহাসিক ফারাক্কা দিবস...