রাষ্ট্রীয় মর্যাদায় চীরনিদ্রায় সায়িত করা হয় গৌরনদীর বীর মুক্তিযোদ্ধা হাজ্বী মোহাম্মদ আলী ফকিরকে

অবশ্যই পরুন

বরিশালের গৌরনদী উপজেলা যুবলীগের সভাপতি মোঃ আনিছুর রহমানের পিতা ও অবসরপ্রাপ্ত বিডিআর সদস্য গৌরনদীর তাঁরাকুপি গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী ওরফে লালচাঁন ফকির (৮৫) বার্ধক্য জনিত কারনে বুধবার সন্ধ্যায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহির…রাজিউন)। মৃত্যু কালে তিনি ৩ ছেলে, ১ মেয়ে সহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন। বৃহস্পতিবার সকালে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করেন উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রফিকুল ইসলাম, বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র পক্ষে সাতক্ষীরা ব্যাটালিয়নের নায়েক সুবেদার রফিকুল হক সিকদার গার্ড অব অনার প্রদান করেন। শেষে তারাঁকুপি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মরহুমের নামাযে জানাযা শেষে তাঁরাকুপি গ্রামের পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। এ সময় বিভিন্ন মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অপর দিকে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী ওরফে লালচাঁন ফকিরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ (এমপি), জেলা আওয়ামীলীগের সদস্য সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ, বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় কমিটির সদস্য অ্যাডভোকেট বলরাম পোদ্দার, পৌর মেয়র মোঃ হারিছুর রহমান হারিছ , উপজেলা আওয়ামীলীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আলহাজ্ব আবুল হোসেন মিয়া, গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুন নাহার মেরী, ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন মুন্সী, পৌর আওয়ামীলীগের সভপাতি মনির হোসেন মিয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি যুবায়ের ইসলাম সান্টু ভূইয়া, উপজেলা সেচ্ছা সেবকলীগের সভাপতি গোলাম ফারুক হোসেন বেপারী, বার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান আঃ রাজ্জাক হাওলাদার, নলচিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাফিজ মৃধা, বার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মোঃ শাহজাহান প্যাদা, গৌরনদী উপজেলা আওয়ামীলীগের সদস্য মকবুল সরকার, গৌরনদী উপজেলা যুবলীগের সহ-সম্পাদক বি এম এনামুল, গৌরনদী প্রেসক্লাব ও উপজেলা প্রেসক্লাব সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি বদরুজ্জামান খান সবুজ, গৌরনদী প্রেসক্লাবের বর্তমান সভাপতি লুৎফর রহমান দীপ, বার্থী ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ বজলুর রশিদ, মোঃ মামুনুর রশিদ মুন্না, এইচ এম সরোয়ার হোসেন খোকন, খায়রুল আহসান খোকন, করিম লস্কর, সোবাহান হাওলাদার, মোঃ নান্টু সরদার,  উপজেলা সহকারী শিক্ষক সমাজের সাধারন সম্পাদক সুদাম পালসহ আগৈলঝাড়া ও কালকিনি উপজেলার বিভিন্ন  রাজনৈতিক নেতৃবৃন্দ।

সম্পর্কিত সংবাদ

সর্বশেষ সংবাদ

৬ জুন বাজেট দেব, বাস্তবায়নও করব: প্রধানমন্ত্রী

আগামী ৬ জুন বাজেট পেশ করা হবে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাজেট আমরা ঠিক মতো দিতে পারব, বাস্তবায়নও...