ডেস্ক রিপোর্ট : বরিশালে এক সড়ক দুর্ঘটনায় দু’জন প্রাণ হারিয়েছেন। এদের একজন পুলিশের এসআই এবং অপরজন একজন দুদক কর্মকর্তা। শনিবার বিকেলে বরিশাল-ঝালকাঠী সড়কের রূপাতলী কেন্দ্রীয় বাস টার্মিনালের কাছে মোটরসাইকেল ও বাসের মুখোমুখী সংঘর্ষে তারা প্রাণ হারান। নিহতরা দু’জন মোটরসাইকেলে যাচ্ছিলেন। তারা দুজন নিকটাত্মীয়।
নিহতরা হলেন ঢাকা মহানগর পুলিশের বিশেষ শাখার এসআই ফায়েজ (৩৩) এবং হবিগঞ্জের দুদক কর্মকর্তা মো. এমদাদুল হক (৩৫)।
ফয়েজ ঝালকাঠির নলছিটি উপজেলার রায়াপুরা গ্রামের আব্দুল মালেকের ছেলে এবং এমদাদুল ঝালকাঠির নলছিটি উপজেলার গৌরিপাশা গ্রামের আব্দুল লতিফ মল্লিকের ছেলে।
এরা দুজন মামাতো-ফুফাতো ভাই বলে পুলিশ জানিয়েছে।
ওসি আনোয়ার হোসেন জানিয়েছেন, এসআই ফায়েজ ঈদের ছুটিতে কয়েকদিন আগে বাড়ি এসেছিলেন। বিকালে বরিশাল নগরীর শ্বশুরবাড়ি থেকে মোটরসাইকেলে দুদক কর্মকর্তা এমদাদুলসহ বাড়ি ফিরছিলেন।
“পথে রুপাতলী বাস টার্মিনালগামী হিমেল পরিবহনের বাসের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। বাসের নিচে চাপা পড়ে তারা গুরুতর আহত হন।”
ওসি আরও জানান, তাদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে এসআই ফয়েজকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত এমদাদুলকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্য এসআই উজ্জ্বল জানিয়েছেন, শনিবার রাত ৮টার দিকে এমদাদুল হক মারা গেছেন।