সামাজিক দূরত্ব বজায় রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী ভোলায় অস্বচ্ছল আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে জেলা আনসার ভিডিপির কার্যালয়ে সদর উপজেলার প্রায় ৩০০ জন সদস্যের মাঝে ওই ত্রাণ সামগ্রী তুলে দেন জেলা কমান্ড্যান্ট মো. আহসান উল্ল্যাহ ।
এ সময় ভোলা সদর উপজেলার আনসার ভিডিপির কর্মকর্তা মো. মোকাম্মেল হকসহ অনেকে উপস্থিত ছিলেন।
জেলার ৭টি উপজেলার সর্বমোট ২১০০ জন স্বেচ্ছাসেবী সদস্যের মাঝে ক্রমান্বয়ে ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে।