পিরোজপুরে আক্রান্তের সংখ্যা ১১

অবশ্যই পরুন

পিরোজপুরে নতুন করে আরও দুইজন করোনা রোগী শনাক্ত হয়েছেন। আক্রান্ত দুজনই নারী। এ নিয়ে পিরোজপুর জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১১ জনে।

আক্রান্তদের বাড়ি পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামে।

রোববার (৩ মে) রাতে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের কভিড-১৯ পরীক্ষার ল্যাব থেকে এ দুইজনের করোনা পজেটিভ রিপোর্ট আসে।

পিরোজপুরের সিভিল সার্জন ডা. মো. হাসনাত ইউসুফ জাকি জানান, শনিবার (২ মে) তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য বরিশালে পাঠানো হয়েছিল। রিপোর্ট পাওয়ার পরে রাতেই সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শিশির রঞ্জন অধিকারীসহ স্থানীয় প্রশাসন ওই এলাকায় গেছেন। এ বিষয়ে তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছেন ।

এদিকে, পিরোজপুর জেলা হাসপাতালের আইসোলেশনে থাকা অবস্থায় মারা যাওয়া পৌর এলাকার মুক্তারকাঠী গ্রামের সন্ধ্যা রানী হালদারের করোনা রিপোর্ট নেগেটিভ বলে জানান সিভিল সার্জন ডা. মো. হাসনাত ইউসুফ জাকি।

প্রসঙ্গত, এর আগে ওই একই ইউনিয়নের বাদুরা গ্রামে দুই জন করোনাভাইরাস রোগী শনাক্ত হয়েছিল।

সম্পর্কিত সংবাদ

সর্বশেষ সংবাদ

বাংলাদেশ হবে আগামীতে ইসলামপন্থিদের দেশ: শায়খে চরমোনাই

বরিশাল প্রতিনিধি : ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশের বরিশাল জেলা সম্মেলনে ইসলামি আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমির, শায়খে চরমোনাই মুফতী...