নসিমনের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

অবশ্যই পরুন

পিরোজপুরের মঠবাড়িয়ায় মোটরসাইকেল ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে আহাদ শরীফ (২২) নামে একজন মারা গেছেন।

আজ সোমবার (৪ মে) উপজেলার সাফা ডিগ্রি কলেজ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আহাদ শরীফ উপজেলার ধানীসাফা ইউনিয়নের আমরাবুনিয়া গ্রামের মো. কালাম শরীফের ছেলে। তিনি মোটরসাইকেল চালাচ্ছিলেন। এ সময় কাওসার (১৮) নামে মোটরসাইকেলের অপর আরোহী গুরুতর আহত হন ।

স্থানীয়রা জানান, সোমবার সকালে আহাদ শরীফ তার ব্যক্তিগত মোটরসাইকেলে কাওসারকে সাথে নিয়ে স্থানীয় ধানিসাফা বাজারে যাচ্ছিলেন। হঠাৎ বিপরীত দিক থেকে আসা নসিমন এর সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে আহাদ শরীফ ঘটনাস্থলেই মারা যান। এসময় তার সাথে থাকা কাওসারও গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা দুজনকেই মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় । এসময় কর্তব্যরত চিকিৎসক আহাদ শরীফকে মৃত ঘোষণা করেন এবং কাওসারকে উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন ।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুজ্জামান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এঘটনায় নসিমন গাড়িটি আটক করা হয়েছে । এ বিষয়ে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ।

সম্পর্কিত সংবাদ

সর্বশেষ সংবাদ

বাকেরগঞ্জে জমি দখল করে পুলিশ সদস্যর ভবন নির্মাণ,বাঁধা দেয়ায় মালিককে পিটিয়ে আহত

নিজস্ব প্রতিবেদক:বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বাংলা বাজার এলাকায় জোরপূর্বক জমি দখল করে এক পুলিশ সদস্য ভবন নির্মাণ শুরু করেছেন।এতে জমির...