পিরোজপুরের মঠবাড়িয়ায় নসিমনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তার ভাগনে আহত হয়েছেন। সোমবার সকালে মঠবাড়িয়া-চরখালী সড়কের সাফা ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আহাদ শরীফ ওই উপজেলার ধানীসাফা ইউপির আমরবুনিয়া গ্রামের মো. কালাম শরীফের ছেলে। আহত কাওসার তার ভাগনে।
স্থানীয়রা জানায়, মোটরসাইকেল নিয়ে আমরবুনিয়া থেকে সাফা বাজারে যাচ্ছিলেন আহাদ ও কাওসার। মঠবাড়িয়া-চরখালী সড়কের সাফা ডিগ্রি কলেজের মোড়ে উল্টোদিক থেকে আসা মাছবোঝাই নসিমনের সঙ্গে তাদের মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন আহাদ শরীফ। গুরুতর আহত হন ভাগনে কাওসারও।
মঠবাড়িয়া থানার এসআই সিদ্দিকুর রহমান জানান, ফায়ার সার্ভিস মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে। আহত কাওসারকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।