মাটির ব্যাংকে পাঁচ শিশুর জমানো টাকা ত্রাণ তহবিলে

অবশ্যই পরুন

পিরোজপুরের ডিসি আবু আলী মো. সাজ্জাদ হোসেনের কাছে অসহায় মানুষের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে টাকা দিলো মিনা শিশু নিকেতনের পাঁচ শিক্ষার্থী।
সোমবার দুপুরে মাটির ব্যাংকে জমানো ১ হাজার ৪২২ টাকা শিশুরা ডিসির কার্যালয়ে গিয়ে তুলে দেন।।

এই শিশু দাতারা হলো মাশরাফি ইসলাম আরিয়ান, সিনথিয়া ইসলাম, মো. রিজভি হোসেন, মুক্তা আক্তার ও শামীম মিনা।

এ সময় এডিসি (সার্বিক) নাহিদ ফারাজানা সিদ্দিকী, এনডিসি মফিজুর রহমান, মিনা শিশু নিকেতনের অধ্যক্ষ শহিদুল ইসলামসহ বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

অধ্যক্ষ শহিদুল ইসলাম বলেন, বিদ্যালয়ের শিশুদের টিফিনের টাকা জমানোর জন্য মাটির ব্যাংক দিয়েছিলাম। তারপর পাঁচ শিশু ব্যাংকে জমানো টাকা দেন। শিশুদের ১ হাজার ৪২২ টাকার সঙ্গে শিক্ষক ও ম্যানেজিং কমিটির দেয়া সাড়ে ১৫ হাজার টাকা ডিসিকে দিয়েছি।

পিরোজপুরের ডিসি আবু আলী মো. সাজ্জাদ হোসেন বলেন, শিশুদের দানের জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

সম্পর্কিত সংবাদ

সর্বশেষ সংবাদ

বাকেরগঞ্জে জমি দখল করে পুলিশ সদস্যর ভবন নির্মাণ,বাঁধা দেয়ায় মালিককে পিটিয়ে আহত

নিজস্ব প্রতিবেদক:বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বাংলা বাজার এলাকায় জোরপূর্বক জমি দখল করে এক পুলিশ সদস্য ভবন নির্মাণ শুরু করেছেন।এতে জমির...