আগৈলঝাড়ায় আলিফ হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে মানববন্ধন

অবশ্যই পরুন

আগৈলঝাড়া প্রতিনিধিঃ আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে আগৈলঝাড়ায় মানববন্ধন ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে উপজেলার পয়সারহাটে মুসলিম তৌহিদী জনতার আয়োজনে পয়সারহাট পূর্বপাড় বাসস্ট্যান্ডে থেকে গণমিছিল পশ্চিমপাড়, পয়সারহাটসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পূর্বপাড় বাসষ্ট্যান্ডে মুসলিম তৌহিদী জনতা মানববন্ধনে অংশগ্রহণ করে।

পয়সার হাট কওমি মাদরাসার পরিচালক মাওলানা আবু ইসহাক আশরাফীর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, পূর্ব পয়সা বাসষ্ট্যান্ড কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হজরত মাওলানা ইয়ামিন আসসাইফ, পয়সারহাট কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা তাওহিদুল ইসলাম, মদিনাতুল উলুম মাদরাসার পরিচালক মুফতি আবদুল আউয়াল, হাফেজ জামাল উদ্দিন, মাওলানা মিল্লাত হোসেন, মাওলানা মাসুদুর রহমান (ঠান্ডা), স্থানীয় মো. আবুল কালাম ও মো. পলাশ দেওয়ান প্রমুখ।

বক্তারা চট্টগ্রাম আদালত চত্বরে প্রকাশ্যে মুসলিম তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফ এর হত্যার বিচার ও সন্ত্রাসী জঙ্গি সংগঠন ইসকন নিষিদ্ধের দাবি জানান।

সম্পর্কিত সংবাদ

সর্বশেষ সংবাদ

বাংলাদেশ হবে আগামীতে ইসলামপন্থিদের দেশ: শায়খে চরমোনাই

বরিশাল প্রতিনিধি : ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশের বরিশাল জেলা সম্মেলনে ইসলামি আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমির, শায়খে চরমোনাই মুফতী...